জমির নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে আহত

Shariatpur
স্টার অনলাইন গ্রাফিক্স

শরীয়তপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলেকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত আলম তালুকদার (৫০) ও তার ছেলে রায়হান তালুকদার (১৬) বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শুক্রবার সন্ধ্যায় পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চর ডোমসার গ্ৰামে মোখলেছ সরদার ও তার সহযোগীরা এ হামলা করে।

ওসি জানান, চর ডোমসার গ্রামের আলম তালুকদারের সঙ্গে একই গ্রামের মোখলেছ সরদারের জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য এলাকায় একাধিক শালিস বৈঠক হয়েছে।

তিনি আরও জানান, মোকলেছ সরদার ও তার সহযোগীরা বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে খুঁটি গেড়ে দখলের চেষ্টা করে। শুক্রবার সকালে আলম তালুকদার ও তার ভাই দেলোয়ার তালুকদার ওই খুঁটি অপসারণ করতে গেলে মোখলেছ ও সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

এ সময় আলম ও তার ছেলে রায়হান দায়ের আঘাতে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।

ওসি আকতার হোসেন বলেন, 'ভুক্তভোগীরা দুপুরে আমাকে মৌখিকভাবে ঘটনার বিষয়ে জানান। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলি। সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।'

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আহত আলম তালুকদার বলেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই জমির কাগজ আমাদের নামে। মোখলেছ সরদার রাজনৈতিকভাবে এলাকায় প্রভাবশালী হওয়ায়, আমাদের জমি দখলের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে একাধিক শালিস বৈঠক হয়েছে। তারপরও সে গতকাল জমিতে খুঁটি দিয়েছে।'

অভিযুক্ত মোখলেছ সরদারের মন্তব্য পেতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

53m ago