পুকুরে বাসরঘর!

পুকুরের ওপর বাসরঘর বানিয়ে নজর কেড়েছেন শেরপুরের এক যুবক।
গতকাল শুক্রবার শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাসরঘরটি দেখতে ভিড় করেন আশপাশের মানুষ।
জানা গেছে, চরশেরপুর সাতানীপাড়ার বাসিন্দা আব্দুল হামিদের ছোট ছেলে হালিম মিয়া (২৫) গতকাল শুক্রবার দুপুরে বিয়ে করেন শেরপুর জেলা শহরের মীরগঞ্জ মহল্লায়। তিনি পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি।
হালিম মিয়া বলেন, 'আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে ইচ্ছা ছিল ব্যতিক্রমী কিছু করার। সেই ইচ্ছা থেকে আমার নানা ও চাচা মিলে পুকুরের ওপরে বাসরঘর তৈরির উদ্যোগ নেন। পরে গত ৪-৫ দিন ধরে তারা দুজন মিলে আমাদের বাড়ির পাশে পুকুরের ওপর বাঁশের খুঁটি বসিয়ে তৈরি করা হয় এই বাসরঘর।'
'পরে আশেপাশের মানুষজন বাসরঘরটি দেখার জন্য আসতে শুরু করে,' বলেন তিনি।

হালিমের চাচা রোকন সরকার বলেন, 'আমার ভাতিজার ইচ্ছা ছিল বিয়েতে ব্যতিক্রমী কিছু করার। পরে বিয়ে ঠিক হলে পানির ওপরে বাসরঘর বানানোর সিদ্ধান্ত নিই। পরে বাড়ির পাশের একটি পুকুরের ওপর বাসরঘর বানানোর কাজ শুরু হয়। বানানোর সময় লোকজন নানারকম কথা বলেছে। কিন্তু তৈরির পর সবাই ভীষণ আনন্দিত হয়েছে।'
এলাকাবাসীরা এর আগে এমন আয়োজন আগে কখনো দেখেননি। আশপাশের এলাকায়ও বিষয়টি বেশ সাড়া জাগিয়েছে বলে জানিয়েছেন একই গ্রামের ফল ব্যবসায়ী আবুল ফজল ।
জানতে চাইলে চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, 'এ ব্যতিক্রমধর্মী বিষয়টি মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এই এলাকায় পানির ওপর এমন একটি বিশেষ ঘর আগে কখনো তৈরি হয়েছে বলে আমি শুনিনি।'
Comments