বঙ্গোপসাগরে পাথরবোঝাই জাহাজ ডুবি

বঙ্গোপসাগরের দুবলার চরের কাছে এমভি বিউটি লোহাগড়া-২ নামের একটি পাথরবোঝাই জাহাজ ডুবে গেছে। জাহাজটি থেকে ১০ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ শনিবার ভোররাতে খুলনার দিকে যাওয়ার সময় জাহাজটি ডুবে যায় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।
কমান্ডার ফখর উদ্দিন জানান, এমভি সাগর রতন থেকে ১ হাজার ১০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনা যাওয়ার পথে এমভি বিউটি লোহাগড়া-২ জাহাজটির মেঝে ফেটে যায়। এরপর জাহাজটি ডুবে গেলে জাহাজে থাকা ১০ জন নাবিককে উদ্ধার করে কোস্টগার্ড। জাহাজের মালিকের সঙ্গে বন্দরের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
এর আগে এর আগে গতকাল শুক্রবার আরেকটি সারবোঝাই জাহাজ পশুর নদীতে ডুবে যায়। জাহাজটির মালিক এখনও উদ্ধার কাজ শুরু করেননি।
Comments