ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি, বাস চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার সকাল থেকে ভাদুঘর এলাকার পৌর বাস টার্মিনালসহ সব টার্মিনালে থাকা বাসের কাউন্টারগুলো বন্ধ রয়েছে। কোনো টার্মিনাল থেকেই দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ রুটের কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি।
তবে দিনের শুরুতে বাস কাউন্টারগুলো খোলা হলেও পুলিশের পক্ষ থেকে চাপ দিয়ে এগুলো বন্ধ করা হয় বলে জানান কাউন্টার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. জসীম উদ্দিন জমসেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মালিক সমিতির পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখতে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। শহরে ১৪৪ ধারা জারি করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এ ঘোষণা শুনে শ্রমিকরা হয়তো বাস চালানো বন্ধ রেখেছেন।'

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর এলাকার অন্তত ৪০টি পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে শনিবার দুপুর ২টায় সমাবেশ ডেকেছে স্থানীয় বিএনপি। একই সময় এবং স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করার কথা জানিয়েছে জেলা ছাত্রলীগ। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে, জেলা বিএনপির শীর্ষ ৪ নেতাকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়িয়াসহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
Comments