ভারত থেকে আজ এসেছে ১১ ট্যাংকার অক্সিজেন
ঈদে বন্ধ থাকলেও আজ বুধবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১ ট্যাংকার অক্সিজেন আমদানি হয়েছে। করোনায় দেশে অক্সিজেনের ব্যাপক চাহিদা থাকায় জরুরি সেবার অংশ হিসেবে এ অক্সিজেন আমদানি করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর চার দিন বন্ধ আছে। তবে, দেশে করোনা মহামারি সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট নিরসনে ঈদের দিন কাস্টমস ও বন্দর খোলা রাখা হয়েছে।
আমদানিকৃত অক্সিজেনের চালান দ্রুত খালাসের জন্য কাস্টমসের একটি বিশেষ টিম কাজ করছে বলে জানান তিনি।
লিন্ডে বাংলাদেশ, পিওর লি. ও ইসপেক্টর লি. এ অক্সিজেন আমদানি করেছে। লিন্ডে তিন ট্যাংকারে ৬০ টন ৫৩ কেজি, পিওর এক ট্যাংকারে ১৪ টন ৫৫ কেজি ও ইসপেক্টর সাত ট্যাংকারে ১০৪ টন ৪২ কেজি অক্সিজেন আমদানি করে।
বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কেবল অক্সিজেন আমদানির জন্য বন্দর খুলে রাখা হয়েছে। আমদানিকৃত অক্সিজেন দ্রুত খালাস করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
Comments