মুখে যা বলি আর বাস্তবে যা করি!

পাহাড়-প্রকৃতি রক্ষা করতে হবে, ধ্বংস করা যাবে না- এ জাতীয় কথা নীতিনির্ধারক পর্যায় থেকে প্রতিনিয়তই শুনি। যদিও বাস্তবতা ভিন্ন এবং তা খুব সহজেই চোখের সামনে ধরা দেয়।
এই ছবিটি তার একটি দৃষ্টান্ত। বন্দর নগরী চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় পাহাড় কেটে বাড়ি বানানো হচ্ছে। অথচ আইন অনুযায়ী তা করার কোনো সুযোগ নেই।
স্থানীয়দের অভিযোগ, বাড়ি তৈরির জন্যে রিয়েল এস্টেটের মালিকরা পরিবেশ মন্ত্রণালয়কে 'ম্যানেজ' করেই পাহাড় কাটছেন।
ছবি: রাজীব রায়হান
Comments