মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ মোংলায়

মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ মোংলা বন্দরে পৌঁছেছে। আজ শনিবার বেলা ১১টায় থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংকক ইঞ্জিন ও কোচগুলো নিয়ে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে।
বন্দর কর্তৃপক্ষ বলেছে, আজকের মধ্যেই জাহাজটি খালাস করা হবে। ইঞ্জিন ও বগিসহ জাহাজটিতে মেট্রোরেলের ৩২টি প্যাকেজ আছে।
এমভি এসপিএম ব্যাংকক গত ১৪ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে রওনা হয়েছিল।
জাহাজটির স্থানীয় এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ওহিদুজ্জামান এবং মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ইঞ্জিন ও কোচগুলো নৌপথে ঢাকার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে স্থানান্তর করা হবে।
গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালানটি জাপান থেকে মোংলা বন্দরে পৌঁছায়। সেখান থেকে ট্রেনের কোচ বহনকারী দুটি বার্জ ১৬ এপ্রিল ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ২১ এপ্রিল ট্রেনের প্রথম সেটটি ঢাকায় এসে পৌঁছায়। এরপর ধারাবাহিকভাবে মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ইঞ্জিন, কোচসহ বিভিন্ন যন্ত্রাংশ আসছে।
Comments