শার্শায় নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে কাশিয়াডাঙ্গা গ্রামে একটি বাঁশ বাগান থেকে শার্শা থানা পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে ইসরাফিল হোসেনের (৩২) মরদেহ উদ্ধার করে।
ইসরাফিল কাশিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, শুক্রবার রাত ৯টার দিকে ইসরাফিল তার বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর ফিরে না আসায় পরে তার স্ত্রী শার্শা থানায় লিখিত অভিযোগ করেন।
'এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ বিকেলে গ্রামের একটি বাঁশ বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে', বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments