সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জে আবারও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও যমুনার পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এখনই বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আজ বুধবার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'যমুনা নদীর পানি সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে ১২ দশমিক ৫৭ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার প্রায় ৭৮ সেন্টিমিটার নিচে রয়েছে।'
যমুনার পানি কাজিপুর পয়েন্টে ১৪ দশমিক ১০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার প্রায় ১১৫ সেন্টিমিটার নিচে।
গত ১৩ আগস্ট থেকে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আরও দুই-তিন দিন তা অব্যাহত থাকতে পারে বলেও জানান নাসির উদ্দিন।
এদিকে পানি বাড়লেও এখনই তা বিপৎসীমার ওপরে ওঠার কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, 'এখনই বন্যার আশঙ্কা নেই।'
পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কা না করলেও পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী সিরাজগঞ্জের সদর উপজেলা, কাজিপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার মানুষ।
Comments