সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে নবজাতকের জন্ম

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে এক নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
আজ শুক্রবার দুপুর আড়াটার দিকে মা পারুল ও নবজাতক কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ঢাকা) শওকত জামিল মোহসী ও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় মেডিকেল কর্মকর্তা ডা. রিপন দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
রিপন দাস জানান, মা পারুল ৩ সন্তান নিয়ে রাজশাহী থেকে আসছিলেন। দুপুর ১২টার পর টাঙ্গাইল স্টেশন পার হলে পারুলের প্রসববেদনা শুরু হয়। তিনি ডাক্তারের সহযোগিতা চাইলে ট্রেনে একজন ডাক্তার ও নার্স পাওয়া যায়। তারা পারুলকে সহযোগিতা করেন। এসময় তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।
ডা. রিপন দাস ও শওকত জামিল মোহসী সার্বক্ষণিক মা ও শিশুর খোঁজখবর রাখেন।
রিপন দাস জানান, কমলাপুর রেলওয়ে হাসপাতালের আম্বুল্যান্সের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে পৌঁছে দেওয়ার সকল প্রস্ততি সম্পন্ন করা হয়। স্টেশনে নামলে মা ও শিশুকে চেকআপ করা হয়। পরে তাদেরকে আর হাসপাতালে নেওয়া হয়নি। স্বজনরা এসে কমলাপুর থেকে নিয়ে গেছেন। এসময় তাদের সঙ্গে রেলওয়ের একজন সিনিয়র নার্স দেওয়া হয়েছে।পারুলের স্বামী টিটু ঢাকায় রিকশা চালান।
Comments