
টুইটারে স্প্যাম বটের (অ্যাকাউন্ট) সংখ্যা মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম না হওয়া পর্যন্ত ৪৪ মিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি কেনার প্রস্তাব স্থগিত রাখবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।
মঙ্গলবার ইলন মাস্ক এ ঘোষণা দেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে তিনি আরও কম দামে প্ল্যাটফর্মটি কেনার প্রস্তাবের বিষয়ে বক্তব্য দেন বলে জানানো হয়েছে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
তবে, টুইটারে স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের নিচে আছে বলে জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।
একটি টুইটার বার্তায় মাস্ক বলেছেন, 'টুইটার এসইসির কাছে যে তথ্য জমা দিয়েছে, সে তথ্যকে সত্য ধরে নিয়ে আমি টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলাম। গতকাল টুইটারের প্রধান নির্বাহী জনসম্মুখে ৫ শতাংশের চেয়ে কম স্প্যাম অ্যাকাউন্ট থাকার বিষয়ে প্রমাণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি এ প্রমাণ না দেওয়া পর্যন্ত চুক্তির আলোচনা সামনে এগোতে পারে না।'
মাস্ক আরও জানান, তার ধারণা, প্ল্যাটফর্মটিতে স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা কমপক্ষে ২০ শতাংশ।
সোমবার এক সম্মেলনে বক্তব্য রাখার সময় মাস্ক বলেন, 'তাদের দাবির চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় আছে টুইটার, এরকম কোনো কিছুর জন্য আপনি এই দাম দিতে পারেন না।'
ভিন্ন দামে টুইটার কেনার চুক্তি গ্রহণযোগ্য হতে পারে কি না, তা জানতে চাওয়া হলে মাস্ক জানান, সেটি বিবেচনা করা যেতে পারে।
'টুইটারের ব্যাপারে আমি যত বেশি জানতে চাই, ততই আমার উদ্বেগ বাড়ে', যোগ করেন মাস্ক।
তিনি বলেন, 'তারা (টুইটার) দাবি করেছেন তাদের একটি খুব জটিল প্রক্রিয়া আছে, যা শুধু তারাই বুঝতে পারেন। এটি এরকম গভীর কোনো রহস্য হতে পারে না। অর্থাৎ এটি মানুষের আত্মা বা তার সমতুল্য কোনো কিছুর চেয়ে বেশি জটিল হতে পারে না।'
বিক্রি চুক্তি স্থগিতের পর সোমবার টুইটারের শেয়ারের দাম ৮ শতাংশ কমে ৩৭ দশমিক ৩৯ ডলার হয়েছে। ইলন মাস্ক এপ্রিলে এককভাবে টুইটারের সবচেয়ে বেশি শেয়ারের মালিকানা গ্রহণের ঘোষণা দেওয়ার আগে প্রতিষ্ঠানটির শেয়ার যে পর্যায়ে ছিল, এখকার দাম তার চেয়েও কম। ফলে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন, আগের প্রস্তাবিত দামে মাস্ক প্ল্যাটফর্মটিকে নাও কিনতে পারেন।
স্প্যাম বট (অ্যাকাউন্ট) যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য একটি বিব্রতকর বিষয়। স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে সাধারণ ব্যবহারকারীদের প্রতারণা ও হয়রানি করে থাকে। ক্ষেত্রবিশেষে স্প্যাম বটের অত্যাচারে অনেকে অ্যাকাউন্টও বন্ধ করে দিতে বাধ্য হন। টুইটারও এর ব্যতিক্রম নয়।
টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল সোমবার টুইট করে জানান, গত চতুর্থ ত্রৈমাসিকে টুইটারের স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের 'বেশ নিচেই' আছে। ভুয়া অ্যাকাউন্টের ব্যবস্থাপনা নিয়ে মাস্কের সমালোচনার জবাবে তিনি এ টুইট দেন।
আগারওয়াল জানান, টুইটার যে প্রক্রিয়ায় এ পরিসংখ্যানটি তৈরি করে, তা বাইরের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে বা বাইরের কোনো ব্যক্তির পক্ষে বের করা সম্ভব নয়, কারণ এতে তাদের গোপন তথ্য ও জনসমক্ষে প্রকাশযোগ্য তথ্য, উভয়ই ব্যবহার করা হয়।
Unfortunately, we don't believe that this specific estimation can be performed externally, given the critical need to use both public and private information (which we can't share). Externally, it's not even possible to know which accounts are counted as mDAUs on any given day.
— Parag Agrawal (@paraga) May 16, 2022
তবে, ইলন মাস্ক তাদের এ যুক্তি মেনে নেননি। তিনি পালটা প্রশ্ন করেন, 'সে ক্ষেত্রে বিজ্ঞাপনদাতারা কীভাবে বুঝবেন অর্থের বিনিময়ে তারা কি পেতে যাচ্ছেন? এটি (এ বিষয়ে স্বচ্ছতা) টুইটারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।'
ইতোমধ্যে ইলন মাস্ক টুইটারের কনটেন্ট মডারেশন প্রক্রিয়াকে সংস্কার করার কথা বলেছেন। তিনি দাবি করেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ছিল অতি মাত্রায় আগ্রাসী। তিনি একইসঙ্গে 'স্প্যাম বটের' বিরুদ্ধে লড়াই চালানোর ইচ্ছের কথা জানিয়েছেন।
নিরপেক্ষ গবেষকদের বিশ্লেষণ মতে, টুইটারে ৯ থেকে ১৫ শতাংশ অ্যাকাউন্ট বটের দখলে। স্প্যাম বট বা ফেক অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কার্যক্রমকে স্বয়ংক্রিয়ভাবে তরান্বিত করে অথবা তথ্যের বিকৃতি ঘটায়।
এ মুহূর্তে টুইটারে অ্যাকাউন্ট খুলতে কাউকে নিজের প্রকৃত পরিচিত-তথ্য ব্যবহার করতে হয় না। প্যারোডি, ছদ্মনামভিত্তিক ও স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট চালাতে খুব বেশি বেগ পেতে হয় না এ প্ল্যাটফর্মে।
তবে কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে টুইটার শাস্তিমূলক ব্যবস্থা নেয়। বিশেষ করে যদি কোনো অ্যাকাউন্টের মাধ্যমে কারও সঙ্গে প্রতারণা বা কারসাজি করা হয়।
Comments