
চিত্রনায়ক রিয়াজ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নায়িকা রোজিনার পদত্যাগ করার পর ওই শূন্য পদে দায়িত্ব নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ।
আজ বুধবার শিল্পী সমিতির কার্যালয়ে শপথ নিয়েছেন রিয়াজ। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এ সময় উপস্থিত অন্য সদস্যরা তাকে অভিনন্দন জানান।
গত ২৬ মার্চ বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে রিয়াজকে শূন্য পদে দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
Comments