
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর 'মুজিব' সিনেমার ট্রেইলার প্রদর্শিত হবে কান চলচ্চিত্র উৎসবে।
এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়ছেন আরিফিন শুভ।
কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আগামী ১৯ মে সিনেমাটির ট্রেইলার প্রদর্শন হবে।

আরিফিন শুভ আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই প্রথম আমার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া। এটা একটা স্বপ্নের মতো। এটা আমার জন্য অনেক বড় সম্মান শুধু নয়, পুরো দেশের জন্য সম্মানের।'
আরিফিন শুভর সঙ্গে কানে যাওয়ার কথা রয়েছে 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের।
Comments