
ময়মনসিংহে বিয়ে নিয়ে ২ পরিবারের দ্বন্দ্বে ছেলের মা ও ২ মামার ছুরিকাঘাতে মেয়ের বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলের মা, ২ মামাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় শহরের মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদের পাশের দোকানে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক হেসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত রমজান মাসে রফিকুল ইসলামের মেয়ে তসলিমাকে একই এলাকার রানু বেগমের ছেলে উসমান বিয়ে করেন। রানু বেগম প্রেমের এই বিয়ে মেনে নেননি। এ নিয়ে ২ পরিবারের মধ্যে বিবাদ চলছিল। রোববার সন্ধ্যা ৭টার দিকে রানু তার ২ ভাই আনিসুর ও সাদ্দামকে সঙ্গে নিয়ে মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদের পাশে যান। সেখানে একটি দোকানে রফিকুল ইসলামকে পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা চলে যান।'
পরে স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইতোমধ্যে অভিযুক্ত রানু বেগম, তার ২ ভাই আনিসুর ও সাদ্দামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
Comments