
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গতকালের গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪০ জনের আহতের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নাঙ্গলকোটের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হকের নেতৃত্বে গঠিত এ কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ শুক্রবার নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামিয়া সাইফুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির অপর সদস্যরা হলেন-ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আখতারুজ্জামান এবং নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল ইসলাম।
ইউএনও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডা. সেফায়েত উল্লাহ ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
তারা হলেন-বেলুন বিক্রেতা আনোয়ার হোসেন (৩৫), আবদুর রব (২৭), সাব্বির হোসেন, সাইফুল ইসলাম (১২) ও ইমন হোসেন (১৫)।
ডা. সেফায়েত উল্লাহ বলেন, 'আহত ২ শিশুর অস্ত্রোপচার করা হয়েছে। বাকি শিশুদের ফলো-আপ চেকআপ প্রয়োজন।'
হাসপাতাল থেকে ৭ রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments