
নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করবে এবং এটিই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্ভাব্য ভোটারদের শেষ নিবন্ধন।
ইসি কার্যালয়ের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ইসির গণনাকারীরা ২০ মে থেকে তিন সপ্তাহ ধরে দ্বারে দ্বারে গিয়ে প্রথম পর্যায়ে ৬৪টি জেলার ১৪০টি উপজেলার সম্ভাব্য ভোটারদের তথ্য সংগ্রহ করবেন।
এসব উপজেলার তথ্য সংগ্রহ করা হলে গণনাকারীরা বাকি উপজেলাগুলোতে যাবেন।
আগামীকাল সকালে সাভারে ভোটার হালনাগাদ কাজের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান খুলনায়, নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা সিরাজগঞ্জে, নির্বাচন কমিশনার মো. আলমগীর মানিকগঞ্জে এবং নির্বাচন কমিশনার আনিসুর রহমান মাদারীপুরে ভোটার তালিকা হালনাগাদ কাজ উদ্বোধন করবেন।
ওই কর্মকর্তা বলেন, এবার ইসির প্রতিনিধিরা ১ জানুয়ারি ২০০৫, ১ জানুয়ারি ২০০৬ এবং ১ জানুয়ারি ২০০৭ সালে বা এর পরে জন্মগ্রহণকারী নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন এবং তাদের বয়স ১৮ বছর হওয়া সাপেক্ষে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
যে নাগরিকদের আগামী বছরের মার্চে ভোটার ঘোষণা করা হবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
বাংলাদেশে বর্তমানে ১১.৩২ কোটির বেশি ভোটার রয়েছে।
তথ্য সংগ্রহকারীরা দ্বারে দ্বারে গিয়ে মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করবেন যাতে ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া যায়।
গণনাকারীরা সম্ভাব্য ভোটারদের তালিকাভুক্ত করতে জন্য তাদের ছবি এবং আঙুলের ছাপ নেওয়ার জন্য কাছাকাছি নিবন্ধন কেন্দ্রে যাওয়ার তারিখ দেবেন।
২০১৯ সালে ইসি সর্বশেষ ১ জানুয়ারি ২০০১ এবং ১ জানুয়ারি ২০০৪ এর মধ্যে জন্মগ্রহণকারী নাগরিকদের তথ্য সংগ্রহ করেছিল।
একজন বাংলাদেশি নাগরিক ১৮ বছর বয়স পূর্ণ হওয়া সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র পেয়ে থাকেন।
Comments