
জাতীয় সংসদে আজ শনিবার 'দ্য ব্যাংকার্স বুক অ্যাভিডেন্স বিল ২০২১' বিল পাস হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি আইন থাকলেও, নতুন আইনের খসড়াটি ডিজিটালভাবে রেকর্ড করা প্রমাণগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য উত্থাপন করা হয়েছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নতুন এই আইনটি পুরানো 'ব্যাংকার্স বুক অ্যাভিডেন্স অ্যাক্ট ১৮৯১'কে প্রতিস্থাপন করবে। কারণ, আগের আইনের অনেক কিছুই বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ছাড়া, ব্যাংকগুলো এখন ডিজিটাল পদ্ধতিতে কাজ করছে, যা আগের আইনে উল্লেখ ছিল না। নতুন আইনে এটি স্পষ্টভাবে বলা হয়েছে।
সদ্য পাস হওয়া এই আইনে আদালতের অনুমতি সাপেক্ষে ব্যক্তিগত তথ্য ব্যতীত অন্যান্য তথ্য প্রকাশ এবং এটি করতে পারবে এমন কর্তৃপক্ষ নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এতে অননুমোদিত ও অন্তরালে তথ্য ফাঁস প্রতিরোধে শাস্তি এবং বিচারের কথা বলা হয়েছে।
প্রস্তাবিত আইনে ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য আদালতের এখতিয়ার নির্ধারণ করা হয়েছে, যা আগের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
Comments