
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে শহরের কেন্দ্রস্থলে মাস্ক পরে হাঁটছেন দুই নারী। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) আরও ১০১ জনের ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার রাতে রয়টার্সের এক প্রতেবেদনে এক তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে যুক্তরাজ্যে মোট ৪৩৭ জনের ওমিক্রন শনাক্ত হলো।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এরপর এই ভ্যারিয়েন্টটি বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশ্বের অনেক ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে।
Comments