সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় তেলেগু ছবি 'পুষ্পা: দ্য রাইজ'। ইতোমধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে ছবিটি। সুকুমার পরিচালিত এই ছবিতে পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন অল্লু অর্জুন।
পিতৃহীন পুষ্পা সাধারণ ট্রাকচালক থেকে ক্রমে হয়ে ওঠেন স্থানীয় অপরাধজগতের প্রভাবশালী নেতা। ছবিটিতে আরও অভিনয় করেছেন ফাহাদ ফজিল, রশ্মিকা মন্দানা, প্রকাশ রাজসহ অনেকে।
তেমন প্রচারণা না থাকার পরও কেন এত জনপ্রিয় 'পুষ্পা: দ্য রাইজ'? ছবির শেষে কী চমক থাকছে দর্শকের জন্য?
স্টার মুভি রিভিউ-এ 'পুষ্পা: দ্য রাইজ' নিয়ে আলোচনায় থাকছেন সৈয়দ নাজমুস সাকিব।
Comments