রাজশাহীতে আজ মৃত্যু ৩, সংক্রমণ বেড়ে ৫৫.৭৮ শতাংশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় করোনা সংক্রমণ বেড়ে ৫৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাকি দুজনের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। এদের একজনের বাড়ি রাজশাহীতে এবং অন্য জন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, কলেজ ল্যাবরেটরিতে রাজশাহীর ৩৬৮টি নমুনা পরীক্ষা করে ২০৫ জন এবং জয়পুরহাটের ৯৬টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ এবং জয়পুরহাটে ৯ দশমিক ৩৮ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃত ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। পুরুষ একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অন্যজনের ৬১ বছরের বেশি। নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। বর্তমানে ১০৪টি শয্যার বিপরীতে ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments