ফরাসি সুন্দরীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট
ফরাসি সুন্দরী আইরিস মিতেনেরের মাথায় উঠলো এ বছরের মিস ইউনিভার্সের বিজয় মুকুট। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক জমকালো অনুষ্ঠানে ৮৫জন প্রতিযোগীর মধ্য থেকে আজ বেছে নেওয়া হয় এ বছরের মিস ইউনিভার্সকে।
মিস ইউনিভার্সের ৬৫তম আসরে ২৪ বছর বয়সী আইরিস মিস হাইতিকে পেছনে ফেলে মুকুট অর্জন করে নেন। ভূমিকম্প বিধ্বস্ত হাইতির রাকুয়েল পেলিসিয়ের প্রথম রানারআপ ও মিস কলম্বিয়া আনদ্রিয়া তোভার দ্বিতীয় রানারআপ হয়েছেন।
ডেন্টাল সার্জারিতে স্নাতক ও মডেল আইরিস বলেন, “এই বিজয় আমাকে বেশ অবাক করেছে। মনে হচ্ছে আমি একজন আশীর্বাদধন্য মানুষ।”
মিস ইউনিভার্সের খেতাবটাকে একটি স্বপ্ন মনে করেন এই ফরাসিনী। তিনি চান মানুষের উপকার করতে। আইরিস বলেন, “গণমানুষকে বুঝতে চাই। তাদের সঙ্গে সামনা-সামনি কথা বলতে চাই। এই জন্যেই এটি আমার জন্য একটি স্বপ্ন ছিল।”
প্রাথমিক বাছাইয়ের পর গত সপ্তাহে প্রতিযোগীদের মাঝ থেকে ১৩ জনকে নির্বাচিত করা হয়েছিল সুইমসুটের জন্য। এরপর সেখান থেকে ছয়জন নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্বে অংশ নেন। এশিয়া থেকে সেরা ছয়ের তালিকায় ছিলেন মিস ফিলিপাইন ও মিস থাইল্যান্ড আর আফ্রিকা থেকে ছিলেন মিস কেনিয়া।
২০১৫ সালে ভুল করে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা দেওয়ার পর যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই অস্বস্তি কাটিয়ে স্পিভ হারভে এ বছর আবার মঞ্চে ফিরে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
উল্লেখ্য, ফিলিপাইন তৃতীয়বারের মতো মিস ইউনিভার্সের এই বার্ষিক অনুষ্ঠান আয়োজন করল।
Comments