বর্ণিল আয়োজনে কেএসআরএম দশম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বর্ণিল আয়োজনে হয়ে গেল কেএসআরএম দশম গলফ টুর্নামেন্ট। নারী, সিনিয়র ক্যাটাগরিসহ ১৫৮ গলফার অংশ নিয়েছেন এ টুর্নামেন্টে।

টুর্নামেন্ট উপলক্ষে সবুজ প্রকৃতিতে ভরপুর নয়নাভিরাম গলফ ক্লাবকে সাজানো হয় দৃষ্টিনন্দন সাজে।

গত শুক্রবার সকালে চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিপি (প্রশাসন ও অর্থ) বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম, কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন, বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ইও মেজর (অব.) মো. মোকাদ্দেস হোসেন, কেএসআরএমের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম ও আইন উপদেষ্টা সাইফুল আলম চৌধুরী প্রমুখ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম বলেন, 'প্রতিবছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এই  টুর্নামেন্টের আয়োজন করি, যা অত্যন্ত আনন্দের ও দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতাকে প্রতিফলিত করে।'

এজন্য কেএসআরএম কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'আমরা আশা করছি, কেএসআরএমের সঙ্গে আমাদের ধারাবাহিক এ সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।'

আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম বলেন, 'দেশের সব বড় বড় প্রকল্পে কেএসআরএমের রড ব্যবহার হয়। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।'

তিনি বলেন, 'আমাদের কাঁচামাল বিশ্বমানের। আমরা যেকোনো ডায়ামিটার ও গ্রেডের রড তৈরিতে সক্ষম। আমাদের শিপিং সেক্টরে ২৮টি মাদার ভ্যাসেল রয়েছে। যা দিয়ে আমরা জাতির সেবা করছি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করছি প্রচুর।'

'আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বোত্তম সেবা নিশ্চিত করতে। আগামীতেও আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে', যোগ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ-মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল (অব.) নুরুল মোমেন, জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজউদ্দিন, উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হক, মিথুন বড়ুয়া ও আশরাফুল ইসলাম প্রমুখ।

গলফ টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

7h ago