ঐশীর কণ্ঠে বাউল আবুল সরকারের ‘তুমি যাইও না বন্ধু রে’
দর্শকনন্দিত কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে বাউল আবুল সরকারের 'তুমি যাইও না বন্ধু রে' গান নিয়ে এলো পাভেল লিভিং রুম সেশন।
গানটি নিয়ে ঐশী বলেন, 'পাভেল ভাইয়ের সঙ্গে গান করতে গেলে শুধু কাজই হয় না, মজা হয়, অনেক কিছু শেখাও হয়। লিভিং রুম সেশনে গাইতে গিয়ে সত্যিই মনে হয়েছে কোনো লিভিং রুমে বসে আড্ডার ছলেই গানটি করেছি। খুব দারুণ অভিজ্ঞতা। ফোক গানের প্রতি আমার সবসময় ভালো লাগা থাকে, গাইতেও উপভোগ করি। আবুল সরকারের গানটি করতে পেরে দারুণ লেগেছে।'
পাভেল আরিন বলেন, 'আমরা পরিকল্পনা করেছিলাম ঐশী সবসময় যেভাবে গান করে সে স্টাইল থেকে বের করে এনে একটু অন্যভাবে তার গায়কিকে উপস্থাপন করার। আইরিশ ব্লুগ্রাস প্যাটার্নে মিউজিকটা করার চেষ্টা করেছি।'
'আর বাউল আবুল সরকার এমন একজন দার্শনিক ও শিল্পী, তাদের মতো সাধকদের নিয়ে কথা বলার সাহস আমার নেই। গানের কথায় এমন গভীর দর্শন ও জীবনবোধ গানটি করতে ভালোলাগার মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে।'
Comments