অপূর্ব-নীহা জুটির দ্বিতীয় নাটকও দর্শকের পছন্দের তালিকায়

ঈদে আবারো জুটি হয়ে ফিরলেন অপূর্ব-নীহা। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকে জুটি হয়েছেন তারা। এর আগে 'মন-দুয়ারী' নাটকে প্রথম দেখা গিয়েছিল তাদের।
'মেঘবালিকা' নাটকে আরো অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশার। নাটকটি প্রচার হয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকে এই জুটির অভিনয় দর্শক পছন্দ করেছেন। তাদের সেই পছন্দের কথা অনেকেই সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
পরিচালক জাকারিয়া সৌখিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবারের গল্পটি মূলত প্রেমের। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। অপূর্ব-নীহা দ্বিতীয়বার জুটি হয়ে ফিরছেন। দর্শক সেটা পছন্দ করছেন। এটা আমার জন্য অনেক ভালোলাগার। '
অপূর্ব বলেন, 'এটা ভালো গল্পের একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আর নীহা ভালো অভিনয় করেছেন। এখন তার যে টাইপের চরিত্রে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের চরিত্র পেয়েছেন। সবমিলিয়ে দারুণ একটি নাটক।'
নীহা বলেন, 'আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।'
মেঘবালিকা নাটকের গল্পে দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক ঘটনা। দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) চেয়ে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যান। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু।
গত ভালোবাসা দিবসে এই জুটির 'মন-দুয়ারী' নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ৪ দিনে কোটি দর্শক দেখেছিলেন নাটকটি।
Comments