সামরিক আইন জারির ইচ্ছা নেই পাকিস্তান সেনাবাহিনীর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার নিয়ে ৪ দিনের রাজনৈতিক অস্থিরতার পর দেশটির সেনাবাহিনী সামরিক আইন জারির খবর অস্বীকার করেছে।
মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ছবি: জিও নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার নিয়ে ৪ দিনের রাজনৈতিক অস্থিরতার পর দেশটির সেনাবাহিনী সামরিক আইন জারির খবর অস্বীকার করেছে।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জিও নিউজের শাহজেব খানজাদাকে বলেছেন, 'আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে, জেনারেল অসীম মুনির এবং সেনাবাহিনীর নেতৃত্ব গণতন্ত্রকে সমর্থন করে এবং তা অব্যাহত থাকবে। সামরিক আইন জারি করার বিষয়টি প্রশ্নের বাইরে।'

সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র বলেন, 'সেনাপ্রধান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন নেতৃত্ব পুরোপুরি গণতন্ত্রে বিশ্বাসী।'

চলমান বিশৃঙ্খলার কারণে সেনা কর্মকর্তারা পদত্যাগ করেছেন বলে প্রচারিত প্রতিবেদনগুলোকে তিনি খারিজ করে দিয়েছেন।

মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, 'অভ্যন্তরীণ দুর্বৃত্ত এবং বহিরাগত শত্রুদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও জেনারেল অসীম মুনিরের অধীনে সেনাবাহিনী ঐক্যবদ্ধ রয়েছে।'

তিনি আরও বলেন, 'সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন পর্যন্ত সেনাবাহিনীর কেউ পদত্যাগ বা কোনো আদেশ অমান্য করেনি।'

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে শুক্রবার ২ সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। ওই জামিন শুনানির জন্য আদালতে হাজির ছিলেন তিনি।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকেই ইমরান খানকে গ্রেপ্তার করেন এনএবির সদস্যরা। ইমরানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ হয়।

Comments