‘একেন বাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তের মরদেহ উদ্ধার

বিখ্যাত গোয়েন্দা চরিত্র একেনবাবুর স্রষ্টা সুজন দাশগুপ্ত মারা গেছেন।
আজ বুধবার সকালে দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লেখক সুজন দাশগুপ্ত সপরিবারে যুক্তরাষ্ট্রে থাকতেন। একটি সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে তিনি কলকাতা এসেছিলেন।
পুলিশ জানায়, ঘটনার সময় তার বাড়িতে কেউ ছিল না। লেখকের স্ত্রী শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন। তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। বুধবার সকালে লেখকের বাড়িতে গৃহকর্মী আসলে কেউ দরজা খোলেনি। পরে ওই নারী নিরাপত্তারক্ষীদের ডাকলে তারাও দরজা খুলতে ব্যর্থ হন। শেষে লেখকের শ্যালক ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন।
সকাল ১০টার দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকে বেডরুমের মেঝে থেকে লেখকের মরদেহ উদ্ধার করা হয়।
তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লেখক কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক কারণ খুঁজে পাওয়া যায়নি।
১৯৯১ সালে আনন্দমেলায় একেন বাবু সিরিজের প্রথম বই প্রকাশিত হয়। সম্প্রতি একেন বাবু চরিত্রটি ওটিটিতে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
সুজন দাশগুপ্ত একেন বাবু সিরিজ ছাড়াও বেশ কিছু বই লিখেছেন। এর মধ্যে ম্যানহাটন-ই ম্যানহান্ট (আনন্দ পাবলিশার্স, ১৯৯৩), শান্তিনিকেতনে অশান্তি (দাশগুপ্ত-জোট) অন্যতম।
মৃত্যুকালে লেখকের বয়স ছিল ৮০ বছর।
Comments