‘যুবকের ঘুষিতে’ বৃদ্ধ ভাইয়ের মৃত্যুর সংবাদে মারা গেলেন বোনও

কুড়িগ্রাম সদর উপজেলায় যুবকের ঘুষিতে আবুল কালাম আজাদ (৭৪) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃদ্ধ ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে মারা গেছেন তার ছোট বোন সখিনা খাতুনও (৭০)।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে আজাদের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু জুবায়ের (৩২) পেশায় কাঠ ব্যবসায়ী। তিনি কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে আজাদের ছেলে আনিছুর রহমান বাড়ির পাশে একটি আম গাছের ডাল কাটেন। প্রতিবেশী জুবায়ের গাছটি তাদের বলে দাবি করেন। এ নিয়ে জুবায়ের ও তার বাবা দুলালের সঙ্গে আনিছুরের কথা কাটাকাটি হয়। গ্রামবাসী উভয়পক্ষকে শান্ত করে। রাত সাড়ে ৯টার দিকে একই বিষয় নিয়ে আবারও তারা বিবাদে জড়ান। এক পর্যায়ে জুবায়ের আজাদের বুকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজাদের মৃত্যুর সংবাদ তার ছোট বোন সখিনা খাতুনও অসুস্থ হয়ে পড়েন। তাকেও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সখিনাকে মৃত ঘোষণা করেন।
আনিছুর রহমানের অভিযোগ, ১৫ থেকে ২০ জন তাদের বাড়িতে ঢুকে হামলা করেছিল। তার বাবা প্রতিবাদ করায় জুবায়ের ও তার সহযোগীরা কিল-ঘুষি মারতে থাকে। আমার বাবা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
শাহরিয়ার বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা সবাই পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments