‘মেয়র হলে সবাইকে নিয়ে পরামর্শের ভিত্তিতে কাজ করব’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার আজ সোমবার প্রথম শহরটিতে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করীম।
ঢাকা থেকে নেতাকর্মীদের নিয়ে সড়ক পথে রওনা দিয়ে আজ বিকেল ৫টায় তিনি বরিশালে পৌঁছান। তখন স্থানীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানায়।
সংবর্ধনার সময় মুফতি মোহাম্মদ ফয়জুল করীম বলেন, '৫২ বছরে বরিশাল সিটি করপোরেশনে যে উন্নয়ন হয়েছে, আমি নির্বাচিত হতে পারলে তারচেয়ে বেশি উন্নয়ন করব। আমি যদি মেয়র হতে পারি, তাহলে সাবেক মেয়ররাসহ সুশীল সমাজের নেতাদের নিয়ে এক টেবিলে বসে পরামর্শের ভিত্তিতে কাজ করব। যারা অতীতে মেয়র ছিলেন, তাদের অভিজ্ঞতা-বুদ্ধি-পরামর্শ নিয়ে আমি কাজ করব। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সুশীল সমাজ ও সাংবাদিক বন্ধুদের নিয়ে এক টেবিলে বসে পরামর্শের ভিত্তিতে নগর চালানোর চেষ্টা করব।'
নির্বাচন কমিশনের উদ্দেশে ফয়জুল করীম বলেন, 'নির্বাচন কমিশনকে অনুরোধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবেন, কারচুপি করার চেষ্টা করবেন না।'
এর আগে গত ২৭ এপ্রিল বরিশাল সিটি করপোরেশন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নাম ঘোষণা করেন দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মনোনয়ন পাওয়ার পর থেকেই ঢাকায় অবস্থান করছিলেন তিনি।
Comments