ডা. কামরুল হাসান আইপিপিএনডব্লিউ এর ডেপুটি স্পিকার নির্বাচিত

দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান ফর দ্য প্রিভেনশন অব নিউক্লিয়ার ওয়ার (আইপিপিএনডব্লিউ) এর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
তিনি দক্ষিণ এশিয়ায় প্রথম ব্যক্তি যিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই সংগঠনে প্রথম ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছিলেন।
আইপিপিএনডব্লিউ ৬৩টি দেশের চিকিৎসা সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে ১৯৮০ সালে গঠিত পারমাণবিক অস্ত্রবিরোধী একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি ১৯৮৪ সালে ইউনেস্কো প্রাইজ ফর পিস এডুকেশন এবং ১৯৮৫ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।
আইপিপিএনডব্লিউ এর কর্মসূচি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন (আইসিএএন) ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
ডা. কামরুল হাসান খান ফিজিশিয়ান ফর সোশ্যাল রেসপনসিবিলিটি (পিএসআর) এর প্রতিষ্ঠাতা সভাপতি। এই সংগঠনটি আইপিপিএনডব্লিউ এবং আইসিএএন এর একটি ন্যাশনাল অ্যাফিলিয়েটেড অরগানাইজেশন।
উল্লেখ্য, ডা. কামরুল হাসান খান এর আগে দুই মেয়াদে আইপিপিএনডব্লিউ এর দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Comments