উপসচিব পদে ২৪০ কর্মকর্তার পদোন্নতি

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসনের ২৪০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ শনিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের ১৭৮ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া অন্যান্য ক্যাডারের ৬২ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। পদোন্নতির তালিকায় সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিবরা (পিএস) স্থান পেয়েছেন।

এর আগে গত বছরের ১ নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা- >> তালিকা-১ ও >> তালিকা-২

Comments

The Daily Star  | English

No discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

59m ago