প্রীতি উরাংয়ের মৃত্যু: দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে সিলেট ও শ্রীমঙ্গলে মানববন্ধন
প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালী।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের মৌলভীবাজার সড়কের লেবার হাউসের সামনে এবং দুপুর ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের মানববন্ধনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি পংকজ কন্দ্র, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ-সম্পাদক পরেশ কালিন্দি, সহসম্পাদক রেখা বাসতি, বালিশিরা ভ্যালির সহসভাপতি সবিতা গোয়ালা প্রমুখ।
সিলেটের মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে দেশে আর কোনো গৃহকর্মী হত্যার ঘটনা ঘটবে না।
বক্তারা আরও বলেন, প্রীতির এই অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না। এই মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি।
গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের নবমতলার বাসা থেকে পড়ে মারা যায় ১৫ বছর বয়সী গৃহকর্মী প্রীতি উরাং।
এ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আটক করে পুলিশ। ৭ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুর থানায় আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে আসামি করে মামলা করেন প্রীতির বাবা লুকেশ উরাং।
Comments