সিলেটে সড়কে হঠাৎ জ্ঞান হারিয়ে রিকশাচালকের মৃত্যু

সিলেটে দক্ষিণ সুরমা এলাকায় সড়কে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ওই রিকশাচালকের নাম হানিফ মিয়া (৩৪)। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, দক্ষিণ সুরমা এলাকায় পুলিশবক্সের সামনে রিকশাচালক হঠাৎ অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, 'কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।'
জানতে চাইলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী ডেইলি স্টারকে বলেন, 'রিকশায় যিনি যাত্রী ছিলেন তিনি বলেছেন, হঠাৎ করে রিকশাচালক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এসময় তিনি মাথায় আঘাত পেয়েছেন। হিট স্ট্রোকে তার মৃত্যু কি না এখনই বলা যাচ্ছে না। এটি ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা তার পরিবারের জন্য অপেক্ষা করছি।'
তিনি আরও বলেন, 'সারাদেশে চলমান তাপপ্রবাহের মধ্যে সিলেটের আবহাওয়া তুলনামূলকভাবে কিছুটা কম গরম। সকাল থেকে আমাদের আউটডোরে গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন এমন কোনো রোগীও আসেননি।'
Comments