আরও ২ বছর কলকাতা উপহাইকমিশনে প্রেস সচিব থাকছেন রঞ্জন সেন

রঞ্জন সেন। ছবি: সংগৃহীত

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে প্রেস সচিব হিসেবে রঞ্জন সেনের নিয়োগের চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়েছে সরকার।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, তার নিয়োগ আজ থেকেই অথবা বর্তমান চুক্তির ধারাবাহিকতায় কার্যকর হবে।

Comments

The Daily Star  | English

Trump calls for Iran's 'unconditional surrender' as Israel-Iran air war rages on

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

7h ago