গুদাম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি গুদাম ঘর থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই-তিন আগে মারা গেছেন বলে ধারণা পুলিশের।
শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গুদাম ঘরের তালা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে ।
ওই ব্যবসায়ীর নাম আবু মোতালেব (৩৫)। তার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি পরিবার নিয়ে হালিশহর এলাকার জাহানারা ম্যানশন নামে একটি ভবনে থাকতেন।
হালিশহর থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি গুদাম ঘর থেকে মৃত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ গুদামঘরটি তিনি ভাড়া নিয়েছিলেন স্থানীয় একজনের কাছ থেকে।'
'লাশের শরীরে একটু পচন ধরেছে। শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি দুই-তিন আগেই তিনি মারা গেছেন,' এসআই বলেন।
ময়নতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Comments