ঢাকার পুলিশ সুপারের বাসভবন ও মিনিস্টারস অ্যাপার্টমেন্টে হামলা, আসবাব লুট
রাজধানীর রমনায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাস ভবন ও মিন্টু রোডে মন্ত্রীপাড়ায় প্রতিমন্ত্রীদের বাসায় বাসায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব ঘটনা ঘটে।
এ সময় পুলিশ সুপারের বাস ভবন ও প্রতিমন্ত্রীদের বাসা থেকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে সারা দেশে মানুষ রাস্তায় নেমে এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগ করে দুপুরেই একটি সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছাড়েন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ লকহিড সি-১৩০জে হারকিউলিস তাকে নিয়ে ভারতের আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছে।
Comments