সেনা পাহারায় ঢাকার তেজগাঁও জোনের ৩ থানার কার্যক্রম শুরু

আজ হাতিরঝিল থানার চিত্র। ছবি: আনিসুর রহমান/স্টার

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর সেনা পাহারায় ঢাকা মেট্রোপলিটনের পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের তিন থানার কার্যক্রম শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে এসব থানার কার্যক্রম শুরু হয়। থানাগুলো হলো—তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানা।

তেজগাঁও থানার সামনে সকালে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে মেজর মো. সাখাওয়াত খন্দকার বলেন, 'এই থানাকে লাস্ট কয়েকদিন ধরে সিকিউরিটি দিয়ে যাচ্ছি। এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালিয়ে যাচ্ছি।

মেজর সাখাওয়াত আরও বলেন, 'এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-শিক্ষক, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী—সবার সঙ্গে একটা সমন্বয় সভা করেছি। পুলিশ ভাইদের সহযোগিতা করার ব্যাপারে সবাই আমাদের আশ্বস্ত করেছেন।

তেজগাঁও থানার সামনে সেনা পাহারা। ছবি: পলাশ খান/স্টার

সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা এলাকার ব্যবসায়ী, ছাত্রসমাজসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। আমরাও কথা বলেছি। সবার সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ৪০ জন সদস্য এসেছেন। আরও সদস্য আসবেন। সকাল ৮টা থেকে সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া শুরু করেছি। যত ধরনের পুলিশিং কার্যক্রম আছে তার সব চলবে।

তেজগাঁওসহ হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার কার্যক্রম শুরু হলেও মোহাম্মদপুর, আদাবর ও শিল্পাঞ্চল থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে বলেও মন্তব্য করেন ডিসি আজিমুল হক। তিনি বলেন, 'পুলিশের প্রতি যে ক্ষোভ আপনার রয়েছে সেটা কিছু ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। এ জন্য সমগ্র পুলিশ বাহিনী দোষী না। বিগত সময়ে যা হয়েছে, সব দোষত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।'

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

13h ago