গাজীপুর ও ঢাকা মহানগরে সেনা ক্যাম্পে যোগাযোগের নতুন নম্বর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নম্বরগুলো জানানো হয়।
ছবি: সংগৃহীত

জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য সেনাবাহিনীর দেওয়া মোবাইল নম্বরের মধ্যে গাজীপুর ও ঢাকা মহানগরের কিছু নম্বর পরিবর্তন হয়েছে।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া নতুন নম্বরগুলো হচ্ছে-

ঢাকা বিভাগ

গাজীপুর ০১৭৮৫-৩৪৯৮৪২

 

ঢাকা মহানগর

মতিঝিল ০১৭৬৯০৯২৪৬৪, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন ০১৭৬৯০৯৫৪১৯, রাজারবাগ, পল্টন, গুলিস্তান ১৭৬৩৯৩৯৮৫৭, পুরান ঢাকা ০১৭৬৯০৯৩২৬৬, বংশাল ঢাকা ০১৭৬৯০৯৩২৭০, ডেমরা, যাত্রাবাড়ী ০১৭৬৯০৯৫২০৪, ০১৭৬৯০৯৫২০৫।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

1h ago