জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

‘আগামী মঙ্গলবার হাইকোর্ট রিট আবেদনটির শুনানি হতে পারে।’
high court
স্টার ফাইল ফটো

জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন।

রিটে বলা হয়, আইন দুটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ এ আইনে শুধু জাতির পিতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। জাতির পিতার পরিবারের অন্য সদস্যরা দেশের অন্যান্যদের মতোই সাধারণ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এ ধরনের সুযোগ-সুবিধা দেওয়া বৈষম্যমূলক ও অসাংবিধানিক।

আইনজীবী মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী মঙ্গলবার হাইকোর্ট রিট আবেদনটির শুনানি হতে পারে।

রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা, বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রুপন্তিকে।

রিট পিটিশনে জাতির পিতার পরিবারের সদস্যরা ইতোমধ্যে যে সুবিধা ভোগ করেছে এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছে, তা পুনরুদ্ধার করার পাশাপাশি অতি দ্রুত তাদের জন্য দেওয়া এই বিশেষ নিরাপত্তা বিধান বন্ধ করার প্রার্থনা করা হয়েছে।

তারা যেসব সুবিধা ভোগ করেছে, এর জন্য রাষ্ট্রের খরচ নিরূপণ এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছে, সেটার প্রতিবেদন তৈরি করে আদালতে দেওয়ার প্রার্থনাও করা হয়েছে রিট আবেদনে।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

6h ago