উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল

ঢাকা-রাজশাহী রুটের উল্লাপাড়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ট্রেন চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা-রাজশাহী উল্লাপাড়ার জামতৈল এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
রাত সাড়ে ১০টায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মুন্না বণিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একটি ট্রেনের ইঞ্জিন বিকলের খবর পাওয়া গেছে।
রাত পৌনে ১১টায় তিনি জানান, এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। লোকোমাস্টারসহ স্টেশন মাস্টার ঘটনাস্থলে রয়েছেন। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
'ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেনগুলো এখনো একাধিক স্টেশনে আটকে আছে', বলেন তিনি।
জয়দেবপুরে জংশনের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, গাজীপুরের জয়দেবপুর জংশনে কোনো ট্রেন আটকা পড়েনি। এই রুটে টাঙ্গাইলের পর থেকে ট্রেনগুলো আটকে আছে।
Comments