পার্বত্য আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে চট্টগ্রামে সমাবেশ

ছবি: সংগৃহীত

নির্দলীয়, সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

এই দাবিতে আজ শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে পরিষদের চট্টগ্রাম মহানগরের নেতা কিরণ চাকমা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন ও দেশত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে। এই সরকার দেশকে হাসিনার কুশাসন থেকে মুক্ত করতে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ করা দুর্নীতিবাজ ব্যক্তিদের সরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে। এই প্রক্রিয়া এখনো অব্যাহত।

পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে দেখা যায়, সরকার অবশেষে গত ৭ নভেম্বর তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে। আমরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই। কিন্তু আমরা আশা করেছিলাম, সরকার একইসঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদও পুনর্গঠন করবে, বলেন তিনি।

কিরণ বলেন, আমাদের প্রশ্ন—জেলা পরিষদ পুনর্গঠন করা হলেও আঞ্চলিক পরিষদ কেন পুনর্গঠন করা হচ্ছে না? ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস করার পর ১৯৯৯ সালের ২৭ মে হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করেছিল। সেই সময় এই পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তারা এখনো একনাগাড়ে দায়িত্বে রয়েছেন। গত ২৫-২৬ বছরে কোনো সরকার আঞ্চলিক পরিষদের নির্বাচন বা পুনর্গঠন করেনি; এমনকি পুনঃনিয়োগও দেয়নি। অথচ পরিষদের মেয়াদ হলো পাঁচ বছর। সুতরাং বর্তমানে যারা আঞ্চলিক পরিষদে রয়েছেন, তারা বৈধভাবে আছে কি না দেখা দরকার। 

তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠন করতে হবে, নির্দলীয়, সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে এবং এই সরকারের আমলে তিন জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি চেরাগি পাহাড় মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে ঘুরে আবারও চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়।

Comments

The Daily Star  | English
Graft allegations against Benazir Ahmed

Interpol issues red notice against ex-IGP Benazir

Authorities have so far submitted red notices requests against 12 individuals, including several high-ranking officials of the AL regime

11m ago