তথ্য-প্রযুক্তি খাতে নতুন সংগঠন সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

তথ্য-প্রযুক্তি খাতে নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)।

সংগঠনের প্রথম নির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফলে ২০২৪-২০২৭ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড ও ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মার্স সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী শামীম।

এম এ জব্বার বলেন, 'বাংলাদেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতি ও বৈশ্বিক প্রযুক্তিগত প্রবণতার সঙ্গে সারিবদ্ধ করার ক্ষেত্রে আমরা কাজ করবো। আশা করি এ ক্ষেত্রে আমাদের সংগঠন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

এম ই চৌধুরী শামীম বলেন, 'বাংলাদেশে প্রযুক্তিগত ব্যবস্থাপনায় ২০ বছরের অভিজ্ঞতা ও নিউইয়র্ক আইবিএম করপোরেশনে সেমি সেমিকন্ডাক্টর ইউনিটের বিভিন্ন শাখায় ১০ বছরের দক্ষতা অ্যাসোসিয়েশন পরিচালনায় সহায়ক হবে।'

নির্বাচিত সদস্যরা হলেন—ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) ড. মিজানুর মোহাম্মদ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন প্রাইভেট লিমিটেড; ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোজাহেদুল হক আবুল হাসানাত, চিফ টেকনিক্যাল অফিসার, ডায়নামিক সলিউশন ইনোভেটরস। পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আলিয়া শাফকাত, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, তাহো প্রাইভেট লিমিটেড; মোহাম্মদ আলম, ব্যবস্থাপনা পরিচালক, মেট্রো সায়েন্টিফিক; মুনির আহমেদ, পরিচালক, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড; কামরুল আহসান দেওয়ানজী, ব্যবস্থাপনা পরিচালক, বালু টেকনোলজিস লিমিটেড ও আশিকুর রহমান তানিম, চিফ এক্সিকিউটিভ অফিসার, থিঙ্ক গ্লোবাল লিমিটেড।

সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ উৎপাদন খাত বিশ্ব ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতে একটি দ্রুতবর্ধনশীল শিল্প হিসেবে আবির্ভূত হয়েছে। বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প ৬৩০ বিলিয়ন ডলারের বাজার, যা ২০৩০ সালের মধ্যে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন ও অন্যান্য সহযোগী ব্যবসা থেকে ৯ মিলিয়ন ডলারের আয় রয়েছে। ২০৩০ সালের মধ্যে এই রাজস্ব ১ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি এবং ১০ হাজার কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

1h ago