নির্বাচনে অগ্নিসন্ত্রাস হলে দোষ বিএনপির: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচনে কেউ অগ্নিসন্ত্রাস করলে সেই দোষ বিএনপির সন্ত্রাসীদের বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলার প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা করেন। মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে রায় দিয়েছেন। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছে। সেই নির্বাচনে যদি কেউ না আসে, আর নির্বাচনে যাওয়ার সময় কেউ অগ্নি সন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামী লীগের বা জনগণের নয়, সেই দোষ বিএনপির সন্ত্রাসীদের। কমিশন যেদিন সময় দেবে আগামী ২০২৪ সালের নির্বাচন সেইদিনই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'তিনি (খালেদা জিয়া) সুস্থ আছেন। নিয়মিত চেকআপের জন্য তিনি হাসপাতালে গিয়েছেন। দুর্নীতির দায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। বিএনপির আন্দোলনের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়নি। শর্তানুযায়ী তিনি দেশে চিকিৎসা নেবেন, বিদেশে যেতে পারবেন না। এ বিষয়ে বিদেশে যাবার বিবেচনার কোনো আইন নেই। তাই বিবেচনা করা হবে না।'

কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচএম সারওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago