যারা লুটপাট করেনি তাদের মার্কিন ভিসা নীতি নিয়ে চিন্তা নেই: মেনন

জাতীয় কৃষক সমিতির সপ্তম জাতীয় সম্মেলনে বক্তব্য দেন রাশেদ খান মেনন। ছবি: স্টার

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পরপরই সব রাজনৈতিক দল এবং আমলারা ব্যতিব্যস্ত হয়ে গেছেন। কিন্তু দেশের কৃষকদের তাতে কিছু আসে যায় না। কারণ কৃষকরা দেশের টাকা লুটপাট করেনি। কৃষকদের চিন্তা বাজেটে তাদের জন্য বরাদ্দ আছে কি না সেটা নিয়ে। কৃষকদের দুশ্চিন্তা সারের দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে।

আজ মঙ্গলবার নাটোরের কানাইখালীতে 'জাতীয় কৃষক সমিতি'র সপ্তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেনন বলেন, সংসদে ৬২ শতাংশ এমপি পেশায় ব্যবসায়ী। সেখানে কৃষকদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে।

দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আমেরিকা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল। তারা এখন বাংলাদেশকে চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, কৃষকদের রক্ষা করতে পারলে কৃষকরাই দেশকে রক্ষা করবে। তাই বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ বাড়াতে হবে। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব।

জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, ওয়ার্কার্স পার্টির নাটোর জেলার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

আগামীকাল বুধবার নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ হলরুমে জাতীয় কৃষক সমিতির কাউন্সিল অধিবেশন হবে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago