বরিশালে পুলিশবক্সে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা, টিয়ারশেল নিক্ষেপ
বরিশালের নথুল্লাবাদে পুলিশবক্সে ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকার পুলিশবক্সে ভাঙচুর চালায়।
এতে অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল লোকমান ও কাওসারের নাম জানা গেছে।
পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে, শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে ওই এলাকা ত্যাগ করে।
এর আগে দুপুর থেকেই কয়েকশত শিক্ষার্থী নথুল্লাবাদে সড়ক অবরোধ করে। পরে তাদের মধ্যে ৪০-৫০ জন গিয়ে পুলিশ বক্সে হামলা চালায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভুইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্দোলনকারীরা না বুঝেই পুলিশবক্সে হামলা চালিয়েছে। এ ঘটনায় কনস্টেবল লোকমানের মাথা ফেটে গেছে। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।'
অন্যদিকে সরকারি বিএম কলেজে কোটা আন্দোলনকারীদের ইট-পাটকেলে অন্তত আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।
Comments