এরশাদ ভালো আছেন: জাপা মহাসচিব
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার আজ বলেছেন, তিনি ভালো আছেন। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন জাপা মহাসচিব।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এরশাদ নিয়মিত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। আগামী এক দুদিনের মধ্যেই তিনি বাসায় ফিরে যাবেন।’
চিকিৎসার জন্য এরশাদের বিদেশে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন থেকেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এরশাদ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই।
এরশাদ সিএমইচে ভর্তি হওয়ার এক দিন পর আজ বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল আমিন হাওলাদার। অসুস্থ বোধ করায় মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল জাপার প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবারের পর এরশাদ সিঙ্গাপুর যাবেন।
Comments