৭৪টি আপিল শুনানি সম্পন্ন
বৈধ ২৯, খারিজ ৩৭, স্থগিত ৫

আপিল শুনানির তৃতীয় দিনে আজ (৮ ডিসেম্বর) দুপুরের বিরতির আগ পর্যন্ত নির্বাচন কমিশন ৭৪টি শুনানি শেষ করেছে।
এগুলোর মধ্যে কমিশন ২৯টি মনোনয়ন বৈধ, ৩৭টি খারিজ এবং ৫টি স্থগিত করে।
এছাড়াও, তিনজন শুনানিতে অনুপস্থিত ছিলেন।
Comments