আমরণ অনশনে লতিফ সিদ্দিকী অসুস্থ

টাঙ্গাইলের কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনরত টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছেন।
Abdul Latif Siddiqui
১৮ ডিসেম্বর ২০১৮, আমরণ অনশনরত টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েন। ছবি: স্টার

টাঙ্গাইলের কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনরত টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছেন।

অনশনের দ্বিতীয় দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরিফ হোসেন নেতৃত্বে দুই সদস্যের একটি মেডিকেল টিম আজ (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ জানিয়েছেন।

কিন্তু, লতিফ সিদ্দিকী হাসপাতালে ভর্তি হতে, এমনকি স্যালাইন গ্রহণ করতেও অপারগতা প্রকাশ করেছেন বলে আমাদের টাঙ্গাইল সংবাদদাতা জানান।

লতিফ সিদ্দিকী বলেন, তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন ত্যাগ করবেন না।

এর আগে, গত ১৬ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে তার গাড়িবহরে হামলার প্রতিবাদে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে লেপ, তোষক ও তাঁবু নিয়ে অবস্থান নেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এ ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানান তিনি।

এর পরদিন জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে আমরণ অনশন শুরুর কথা জানান তিনি। চিঠিতে তার কোনো ক্ষতি হলে নির্বাচন কমিশন দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক এই সদস্য।

আরও বলুন:

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে লতিফ সিদ্দিকীর অভিনব প্রতিবাদ

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago