জনগণের ভাগ্য নির্ভর করছে নির্বাচনের ওপর: মির্জা ফখরুল
দেশের জনগণ স্বাধীন জীবন পাবে না তাদের শৃঙ্খলিত থাকতে হবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই তা নির্ধারিত হয়ে যাবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (২২ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশের কোথাও সবার জন্য সমান সুযোগ এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই। আমরা স্বাধীন নাকি শৃঙ্খলিত জাতি হিসেবে থাকব, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনেই তা নির্ধারিত হয়ে যাবে।”
জোর করে যারা নির্বাচনের ফলাফল পক্ষে নিতে চায় তাদেরকে দেশের শত্রু হিসেবে উল্লেখ করে ফখরুলের অভিযোগ, “আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করেছে। জনগণের সাথে নির্বাচনী যুদ্ধে পারবে না বলেই বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে।”
ক্ষমতাসীনদের উদ্দেশ্যে ফখরুল বলেন, “সাহস থাকলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিন, দেখুন পরিস্থিতি কী হয়।”
সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “ভোটাররা যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ক্ষমতাসীনরা যা বলে তা করলে চলবে না।”
Comments