ফারুকের সমর্থনে সরে দাঁড়ালেন এরশাদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করা থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
জোটের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে এ ব্যাপারে পরে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন।
সিঙ্গাপুরে শারীরিক পরীক্ষা করানোর পর গতকাল (২৭ ডিসেম্বর) দেশে ফেরার পর প্রথমেই ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর মতো সিদ্ধান্ত নিলেন এরশাদ।
ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেও রংপুর-৩ আসনে ঠিকই প্রতিদ্বন্দ্বিতা করবেন এরশাদ। তবে, সেখানে জাতীয় পার্টি নয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হয়েছেন তিনি।
Comments