মেসিও উপভোগ করতেন এ দ্বৈরথ

ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনাতেই খেলছেন লিওনেল মেসি। আর অন্যদিকে ক্যারিয়ারের অধিকাংশ সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এ দুই খেলোয়াড় ছিলেন দুই দলের প্রাণভোমরা। দ্বৈরথটা জমতও তুমুল। দারুণ উপভোগ করতেন সমর্থকরা। তেমনি উপভোগ করতেন মেসিও।
messi and ronaldo
ফাইল ছবি: এএফপি

ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনাতেই খেলছেন লিওনেল মেসি। আর অন্যদিকে ক্যারিয়ারের অধিকাংশ সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এ দুই খেলোয়াড় ছিলেন দুই দলের প্রাণভোমরা। দ্বৈরথটা জমতও তুমুল। দারুণ উপভোগ করতেন সমর্থকরা। তেমনি উপভোগ করতেন মেসিও।

চলতি মৌসুম ছাড়া গত বছরে পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। বাকিগুলো জয় করেছেন প্রতিদ্বন্দ্বী রোনালদো। এ পর্তুগিজ না থাকলে হয়তো তার নামের পাশে আরও বেশ কিছু পুরষ্কারই শোভা পেত। কিন্তু এমনটা ভাবেননি মেসি। তাদের দুইজনের এ প্রতিদ্বন্দ্বিতাটা উপভোগ করতেন এ আর্জেন্টাইন।

এ দ্বৈরথ সম্পর্কে  জানতে চাওয়া হয় মেসির কাছে। মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বললেন, ‘যখন আমরা এক লিগে খেলতাম তখন আমরা দুইজনই নিজ দলের জয় চাইতাম। এটা দারুণ ছিল। আমাদের মধ্যকার দ্বৈরথটাও দারুণ ছিল। দুইজনই নিজেদের উন্নতি চাইতাম। এবং এটা সমর্থকদের জন্যও উপভোগ্য ছিল।’

চলতি মৌসুমের শুরুতে রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে চলে গেছেন রোনালদো। মেসি অবশ্য এখনও আছেন বার্সেলোনায়। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া এ দুই তারকার মোকাবেলাটা তাই অনেকটাই অসম্ভব। কিন্তু তাদের দ্বৈরথের উত্তাপটা এখনও আছে। আর এদিকে রোনালদোকে ছাড়া তার সাবেক ক্লাব রিয়ালও ভুগছে। আর এ বিষয়টা স্বাভাবিকভাবেই দেখছেন মেসি।

‘মৌসুমের শুরুতে আমি বলেছিলাম তারা (রিয়াল মাদ্রিদ) দারুণ একটি ক্লাব, বিশ্বের অন্যতম সেরা এবং অনেক ভালো কিছু খেলোয়াড় আছে। কিন্তু যে কেউই ক্রিস্তিয়ানোকে মিস করবে। সে অনেক গোল করেছে এবং আপনাকে অনেক কিছু দিয়েছে। তাই এটা আমার জন্য বিস্ময়কর নয়।’ – রিয়ালের সংগ্রাম নিয়ে এমনটাই বললেন মেসি।

বিস্ময়করভাবে চলতি মৌসুমে ব্যালন ডি’অরের তালিকায় সেরা তিনে ছিলেন না মেসি। কিন্তু এতে বিস্মিত হননি মেসি, ‘আমার জানতাম এ বছর আমার জেতার কোন সুযোগ নেই। আমি আমার নাম শুনেছিলাম এবং আমি জানতাম এটা আমি পাবো না। তখন থেকে আমি এটা দেখিনি আমি তৃতীয় না চতুর্থ কোথায় থাকব। আমি বিস্মিত হয়নি কারণ আমি কিছু আশাই করিনি।’

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

7h ago